• ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২, ১৬ সফর ১৪৪৬

নারায়ণগঞ্জে গাউছিয়া মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৮:০৪ এএম
নারায়ণগঞ্জে গাউছিয়া মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার গাউছিয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

রোববার (২৩ মার্চ) রাত ৩টা ৩৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শাহজাহান শিকদার জানান, আড়াইহাজারের গাউছিয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট একযোগে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!