• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সাবেক আইজিপির নামে প্রতারণা, যুবকের কারাদণ্ড


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৫:২৩ পিএম
সাবেক আইজিপির নামে প্রতারণা, যুবকের কারাদণ্ড

সাবেক পুলিশের মহাপরিদর্শকের (আইজপি) নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করার মামলায় আমিরুল ইসলাম আমিনুল (২৫) নামের এক যুবককে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

আমিনুল নওগাঁ জেলার খাগড়া (জেলে পাড়া) এলাকার মৃত আফছার মণ্ডলের ছেলে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা তথ্য নিশ্চিত করে বলেন, “আমিনুল ২০১৮ সালের আগস্টে সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে 
লোকজনকে ফোন দিয়ে প্রতারণা করতেন। এরপর নওগাঁ সদর মডেল থানায় তার নামে একটি মামলা করা হয়। সাক্ষী গ্রহণ শেষে সোমবার মামলায় রায় ঘোষণা করা হয়।”

তিনি আরও বলেন, “আমিনুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

Link copied!