• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

চাঁদাবাজির মামলায় যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৩, ১১:২৮ এএম
চাঁদাবাজির মামলায় যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় মো. নাজমুল হক নামের যুবদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) রাতে জেলা শহরের কাঁঠালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল জেলা যুবদলের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে কাঁঠালবাড়ীর বাঙটুরঘাট এলাকায় এক ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ২০২২ সালে একটি মামলা ছিল। ওই মামলায় নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তিনি দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বুধবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

এদিকে জেলা যুবদলের সভাপতি রায়হান কবির বলেন,“নাজমুল জেলা যুবদলের আগের কমিটিতে ছিলেন। বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই। বর্তমানে তার সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।”

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, “গ্রেপ্তার যুবদলের নেতা নাজমুলকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।”
 

Link copied!