• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৮:৫৬ এএম
খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার

শেরপুরের নকলায় একটি দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকার চঞ্চল মিয়ার দোকান থেকে ওইসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে ত্রিশ কেজি ওজনের ২৭২ বস্তা চাল উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে ওইসব চাল জব্দ করে প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে এসব চাল মজুদ রাখেন। ধারণা করা হচ্ছে, তাদের নিকট আত্মীয় কেউ এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন।

নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, কে বা কারা চাল এখানে মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামের একজনের নাম উঠে এসেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে নিয়মিত মামলা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Link copied!