• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

প্রলোভনে ভারত প্রবেশ, কারাভোগ শেষে ফিরলেন পাঁচজন


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৯:৫৪ পিএম
প্রলোভনে ভারত প্রবেশ, কারাভোগ শেষে ফিরলেন পাঁচজন

বিভিন্ন অঞ্চল থেকে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকালে ভারতীয় পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।

তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা।

ফেরত আসারা হলেন, নরসিংদী জেলার হাবিবুল্লাহ বাহারের ছেলে আজিম ভুইয়া (২৭), ময়মনসিংহ জেলার আবুল মুনসুরের ছেলে আল ফাহাদ (২৯), গোপালগঞ্জ জেলার দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫), যশোর জেলার সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ি জেলার আমির উদ্দিনের মেয়ে মমতা (২৫)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ বলেন, “বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয় তারা। পরে তাদের কারাগারে রাখা হয়। বুধবার তাদের ভারতীয় পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, ফেরত আসা তিন পুরুষ ও ২ নারীকে ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। 

Link copied!