• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০২:৩২ পিএম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রবিউল মাতুব্বর (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় সিরাজুল ইসলাম (৩০) নামের আরও একজন আহত হয়েছেন।  

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল মাদারীপুরের শিবচর উপজেলার চর সামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। আহত ইজিবাইক চালক সিরাজুল একই এলাকার দেরাস উদ্দিন খালাসীর ছেলে বলে জানা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, “একটি মিনি ট্রাক একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। এসময় অপর আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!