• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৮:৫৯ এএম
ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বিসিক শিল্প নগরীর একটি কীটনাশকের কারখানায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় কীটনাশক কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ৪টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। এরপর ধামরাই, ডিইপিজেড, জিরাবো ও সাভার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Link copied!