• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

নির্বাচনী ক্যাম্প পরিচালনা নিয়ে মারামারি, একজন নিহত


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৩:৪৩ পিএম
নির্বাচনী ক্যাম্প পরিচালনা নিয়ে মারামারি, একজন নিহত
কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ। ফাইল ফটো

ময়মনসিংহ-৪ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিচালনা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে রফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ময়মনসিংহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল হক শামীমের একটি নির্বাচনী ক্যাম্প করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে সেখানে শামিয়ানা টাঙানো নিয়ে রফিকুলের সঙ্গে তার ভাতিজা রাজু, সাজু ও ছোট চাচা ফারুকের সঙ্গে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে সেটি মারামারিতে রূপ নেয়।

এ সময় রফিকুল গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!