• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাহাড় ধসে ৭ মাসের মেয়েসহ বাবা নিহত


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ১১:২২ এএম
পাহাড় ধসে ৭ মাসের মেয়েসহ বাবা নিহত

চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে ৭ মাসের শিশুকন্যাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডাব্লিউ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) এবং তার শিশু সন্তান বিবি জান্নাত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আই ডাব্লিউ কলোনির একটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে চারজন হতাহত হন।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনের চিকিৎসা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!