নাটোরে ফুটবলের আঘাতে শুকুর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
শুকুর আলী উপজেলার পুন্ডুরী গ্রামের মৃত লুবা প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিলেন। এ সময় কাজ শেষ করে মাঠের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে একটি বল গোলপোস্ট ভেদ করে শুকুর আলীর বুকে এসে লাগে। এতে করে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাৎক্ষণিক শুকুর আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”










-20251029103315.jpeg)



























