• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

হাসপাতালের সামনে পড়ে ছিল চিকিৎসা নিতে আসা বৃদ্ধার মরদেহ


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৩:২১ পিএম
হাসপাতালের সামনে পড়ে ছিল চিকিৎসা নিতে আসা বৃদ্ধার মরদেহ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমেনা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পরিবারের স্বজনরা হাসপাতালের নিচে তার মরদেহ দেখতে পান।

আমেনা খাতুন পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দর এলাকার আফাছার আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আমেনা খাতুন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সাদা ইউনিটের ২০ নম্বর বেডে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে তার পরিবারের সদস্যরা দেখেন তিনি বেডে নেই। এ সময় তারা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকালে আমেনার ছেলের বউ মোশরেবা খাতুন হাসপাতালের সামনে তার শাশুড়িকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, “মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!