• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০৪:৫৫ পিএম
রাজশাহীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালী থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপির কাটাখালী থানা পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) রাতে নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কাটাখালী থানার মিরকামারী গ্রামের মৃত আ.বারীর ছেলে কালাম (৩২), একই থানার নওদাপাড়ার সবুর আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২৮), বাবর আলীর ছেলে রানা (৩০), রুস্তম আলীর ছেলে রিপন (৩৫), উজির আলীর ছেলে রাজা ইসলাম (২৬), মৃত ফকির উদ্দিনের ছেলে মকবুল (৪৭), সাহাপুর পূর্বপাড়ার মৃত হাসেম  মণ্ডলের ছেলে স্বপন (৪৫) ও কাকাইলকাটি গ্রামের মৃত তসলেম আলীর ছেলে রবিউল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা করা হয়েছে।

Link copied!