• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

গাইবান্ধায় ১ টাকার ঈদ বাজার


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৯:৫৭ পিএম
গাইবান্ধায় ১ টাকার ঈদ বাজার

গাইবান্ধায় সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করেছে ‘আমাদের গাইবান্ধা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ১৫০টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

আয়োজকরা জানান, ক্রমবর্ধমান বাজারমূল্যে সাধারণ মানুষের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষে্য পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়।

সুবিধাভোগীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে কোনো পণ্যই কেনার সামর্থ্য হয় না। তাই এক টাকায় অনেক কিছু পেয়ে খুশি তারা।

সংগঠনের সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম বলেন, “গত কয়েক বছর ধরে আমরা দুস্থ অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি।”

Link copied!