• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

ছুরিকাঘাতে ইজিবাইক চালককে হত্যা


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১০:৫৮ এএম
ছুরিকাঘাতে ইজিবাইক চালককে হত্যা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের পর চালক মফিজার রহমানকে (৬০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার জামতুলী মিশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফিজার রহমান উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে হিলিতে থেকে স্থানীয় মনসাপুর এলাকায় যাওয়ার জন্য দুজন যাত্রী মফিজার রহমানের ইজিবাইকে ওঠেন। পথে জামতুলী এলাকায় পৌঁছালে ওই দুই যাত্রী মফিজারকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইজিবাইকটিকে জব্দ করলেও দুর্বৃত্তরা পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম বলেন, আহত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Link copied!