• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৪:৩০ পিএম
ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আব্বাস মল্লিক (৩৭)। তিনি একই উপজেলার মধ্যআড়পাড়া এলাকার সামচেল মল্লিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

ওসি বলেন, ব্যাটারিচালিত একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইক চালক নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবেন।

Link copied!