• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৩:৪১ পিএম
দিনাজপুরে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

দিনাজপুরের বিরল উপজেলায় গ্রাম পুলিশের শূন্য পদ না থাকার সত্ত্বেও, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শূন্য পদের তালিকা পাঠানোর অভিযোগে ১২ নং রাজারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আফসানা কাওছার। এর আগে গত ৬ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের শূন্য পদ না থাকার সত্ত্বেও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শূন্য পদের চাহিদা প্রেরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই চেয়ারম্যানকে একাধিকবার কারণ দর্শানোর সত্ত্বেও জবাব প্রদান না করায় মাঠপর্যায়ে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্থানীয় সরকার দিনাজপুর জেলা প্রশাসক বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। উল্লিখিত অভিযোগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু, মুকুল চন্দ্র রায় কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওছার বলেন, “আমি চিঠিটি পেয়েছি। মন্ত্রণালয় থেকে চেয়াম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!