• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

তীব্র দাবদাহের কবলে দিনাজপুর


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৫:০৩ পিএম
তীব্র দাবদাহের কবলে দিনাজপুর

সারা দেশের মতো তীব্র দাবদাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৭ এপ্রিল) জেলায় রেকর্ডকৃত তাপমাত্রাই চলতি মৌসুমের সর্বোচ্চ তামপাত্রা। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ২১ শতাংশ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দপ্তরটির গত এক সপ্তাহের রেকর্ডকৃত তাপমাত্রা থেকে জানা যায়, গত মঙ্গলবার (১১ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। বুধবার (১২ এপ্রিল) ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি, বাতাসের আর্দ্রতা ৩০ শতাংশ, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ছিল ৩৫ ডিগ্রি, বাতাসের আর্দ্রতা ৫০ শতাংশ, শুক্রবার (১৪ এপ্রিল) ৩৭ দশমিক ৫ ডিগ্রি, বাতাসের আর্দ্রতা ৩৯ শতাংশ, শনিবার (১৫ এপ্রিল) ৩৬ ডিগ্রি, বাতাসের আর্দ্রতা ৫১ শতাংশ এবং রোববার (১৬ এপ্রিল) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৬৩ শতাংশ।

দপ্তরটির কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা ৩৬ ডিগ্রির মধ্যে বিরাজ করলে তাকে মৃদু দাবদাহ, ৩৮ ডিগ্রির মধ্যে বিরাজ করলে মাঝারি দাবদাহ এবং ৪০ ডিগ্রির মধ্যে বিরাজ করলে তাকে তীব্র দাবদাহ বলে। আজকের রেকর্ডকৃত ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ৪০ ডিগ্রি বাড়তে পারে।

Link copied!