• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

২০টি সোনার বারসহ আটক ২


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৬:৪৩ পিএম
২০টি সোনার বারসহ আটক ২

নীলফামারীর সৈয়দপুরে ২০টি সোনার বারসহ দুজনকে আটক করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১১ ফেব্রুয়ারি) কামারপুকুর এলাকায় পঞ্চগড়গামী নাবিল পরিবহনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকার আব্দুর রহিম ও মোহাম্মদ উল্লাহ।

এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩৩৩গ্রামের ২০টি সোনার বার জব্দ করা হয়, যার দাম প্রায় দুই কোটি টাকা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন বলেন, “এ ঘটনায় দপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম থানায় একটি মামলা করেছেন। আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!