সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুলাল নাথ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) রাতে বালাগঞ্জ উপজেলার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক উপজেলার চাঁনপুর গ্রামের জবান উল্লাহর ছেলে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, ২০০০ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় বালাগঞ্জের চাঁনপুর গ্রামের মৃত কান্তি নাথের ছেলে দুলাল নাথকে (৬৫) ফারুক মিয়া দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুলালের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই পলাতক ছিলেন ফারুক। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করলে আদালত আসামি ফারুক মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দীর্ঘ ২২ বছর পর সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।








































