• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০২:৩৫ পিএম
আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজশাহীতে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পবিত্র সিংহ ভারতের মালদা জেলার হবিবপুর থানার কেন্দুয়া গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র সিংহ গত ১৭ অক্টোবর নগরীর কুমারপাড়ায় তার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক বলেন, পবিত্র সিংহের মরদেহ উদ্ধার করে রাতেই রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি ভারতীয় নাগরিক তাই মরদেহ হস্তান্তর করতে সময় লাগবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!