• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৩:২৮ পিএম
আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় আজান দিতে গিয়ে মসজিদের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান নামের এক ইমামের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে উপজেলার শাকচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুল হাসান শাকচর গ্রামের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজের আজান দেওয়ার জন্য মাইকের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামরুল। এরপর মসজিদের ভেতর থেকে তাকে উদ্ধার করে মুসল্লিরা হাসপাতালে নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। 

Link copied!