• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

ইজতেমা-ফেরত যাত্রীবাহী বাসের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:৫০ পিএম
ইজতেমা-ফেরত যাত্রীবাহী বাসের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দাদি-নাতনি। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঢাকা থেকে ইজতেমা-ফেরত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় উপজেলার দিনাজপুর-আঞ্চলিক মহাসড়কের হরিপাড়া-বলগাড়ী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের বেশাইন গ্রামের বিধান চন্দ্র বর্মনের মেয়ে তিথি রানী (১৭) এবং বিজয় চন্দ্র
বর্মনের স্ত্রী রতন বালা (৫০)।

অপরদিকে আহতরা হলেন, একই পরিবারের অরুন বালা (৪০), করুনা রানী (৫৫) ও অর্পনা রানী (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা সবাই বিয়ের নিমন্ত্রণে ঘোড়াঘাট থেকে ভ্যানযোগে জেলার নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর গ্রামে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকার টঙ্গি থেকে বিশ্ব ইজতেমা-ফেরত মুসল্লিদের নিয়ে একটি বাস দিনাজপুরে দিকে রওনা দেয়। পথে বলগাড়ী এলাকায় পৌঁছালে একটি আলু বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করে যাত্রীবাহী বাসটি। এসময় রাস্তা দিয়ে যাওয়া যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দিয়ে গর্তে পড়ে যায়। পরে ভ্যানের যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ভ্যানের যাত্রী তিথি ও রত্নাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
চিকিৎসক জানিয়েছেন, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, “বাস, ট্রাক্টর ও ভ্যান আমাদের হেফাজতে আছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।”

Link copied!