• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে পাথরচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৩:৪২ পিএম
ভারতে পাথরচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ভারতের মেঘালয় পাহাড়ের কয়লাখনিতে পাথর চাপা পড়ে আক্তার হোসেন (১৬) নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই খনিতে কাজ করত। 

শনিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ভারতের মেঘালয় পাহাড়ের চাংঙ্গেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আক্তার হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন লাকমা গ্রামের আব্দুর নুরের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলা লাকমা গ্রামের ২০-২৫ জনের একটি দল ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা আনতে যায়। পরে খনির ভেতর ঢুকলে পাহাড় থেকে একটি পাথর আক্তার হোসেনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গীরা মরদেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মাহবুবুর রহমান জানান, ভারতে কয়লাখনিতে পাথর চাপা পড়ে মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি।

Link copied!