• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার সৈকতে ভাসছে মৃত ডলফিন


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০৪:২১ পিএম
বরগুনার সৈকতে ভাসছে মৃত ডলফিন

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সৈকতের এক কিলোমিটার উওরে লঞ্চঘাট নামকস্থানে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে বিষয়টি জানান।

জানা যায়, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, “৬ ফুটের ডলফিনটি কোন প্রজাতির তা নির্ণয় করা কঠিন হচ্ছে। আমরা গবেষণা করছি, তবে মনে হচ্ছে এটি ইরাবতীই হবে। ডলফিনের শরীরের প্রায় ৫০-৬০ শতাংশ পঁচে গেছে। তবে এরা ভিন্ন ভিন্ন জায়গায় মারা গেলেও জোয়ারের পানিতে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে উঠছে।”

তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিম পাঠিয়েছি। একই সঙ্গে ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি।” 

Link copied!