মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বহিষ্কৃত ছাত্র ও তার সহযোগীরা।
রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ের উদ্দেশ্যে বালিরটেক বাজারে আসেন। এ সময় বিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে।
খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, প্রধান শিক্ষককে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওযায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
আফতাব উদ্দিন আরও জানান, রাজু বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করত। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। ২০২২ সালে রাজুকে নবম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে বহিষ্কার করা হয়। রাজুর বাবা শহিদুল ইসলাম খাবাসপুর কলেজের অফিস সহকারি পদে চাকুরি করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, প্রধান শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় পুলিশ রাজুকে গ্রেপ্তার করার জন্য কাজ করেছে।
 
                
              
 
																                  

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































