আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার লাইলিকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত লক্ষ্মীপুর আদালতের সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদিন তাকে শোকজ করেন।
ফরিদুন্নাহার লাইলি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য।
নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৯ নভেম্বর নির্বাচনী এলাকায় ফরিদুন্নাহার লাইলি ছাদখোলা জিপে চড়ে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোডাউনের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এছাড়া একটি গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
এই শোডাউন করে তিনি সংসদ নির্বাচনে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬(খ), ৬(গ), ৮(ক), ১১(খ) ও ১২ বিধি লঙ্ঘন করেছেন। আগামী ১১ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদীনের কার্যালয়ে প্রার্থী সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯১-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রার্থীকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফরিদুন্নাহার লাইলি মোবাইল ফোনে জানান, তিনি বিষয়টি শুনেছেন। এরপর ব্যস্ততার কথা বলে তিনি কল কেটে দেন।



































