• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,
ঘূর্ণিঝড় সিত্রাং

দমকা হাওয়ায় ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৯:১৬ পিএম
দমকা হাওয়ায় ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনায় বইয়ে চলছে দমকা বাতাস, সঙ্গে ভারী বৃষ্টিপাত। সেই বৃষ্টি উপভোগ করতে ছয়তলা ভবনের ছাদে উঠেছিলেন এক কলেজছাত্রী। বৃষ্টিতে ভিজে গোসলের সময় পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

সোমবার (২৪ অক্টোবর) বেলা বারোটার দিকে খুলনা মহানগরীর খালিশপুর থানার মুজগুন্নী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম নুসরাত জাহান লাকি। সে খুলনা মহানগরীর বাস্তুহারা কলোনির আব্দুল হাকিমের মেয়ে ও খুলনা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসমত আলী জানান, ওই ছাত্রী মুজগুন্নী আবাসিকে তার বোন মীরার বাসায় এসেছিল। দুপুরের বৃষ্টিতে ছয়তলা ভবনের ছাদে গোসল করার সময় দমকা হাওয়ায় নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে সে মারা যায়।

Link copied!