• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৭:০৭ পিএম
শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু

বগুড়া ধুনট উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত রায়হান (২০) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

রায়হান উপজেলার হেউটনগর গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ জানুয়ারি) হেউটনগর গ্রামের পশ্চিমপাড়া এলাকার রঞ্জু মিয়ার ছেলে ও প্রতিবেশী রাশেদ ইসলামের ছেলে খেলাধুলা করছিল। এক পর্যায়ে রঞ্জুর ছেলে কপালে আঘাত পায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। পরের দিন মঙ্গলবার বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেন রাশেদের বাবা শহিদুল ইসলাম। এ সময় কথা কাটাকাটির জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় রঞ্জুর সর্মথক বাদশা মিয়ার ছেলে রায়হান ও তার ভাই নয়ন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই দিন তারা বাড়িতেও ফেরত আসেন।

পরে বুধবার (১৮ জানুয়ারি) সকালে পরিবারের লোকজনের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলার সময় অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান রায়হান। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

Link copied!