• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০১:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত চার দিন আগে বারেকের গোষ্ঠীর শাহারুলের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। অটোরিকশার মালিক শাহারুলের দাবি, চান্দের গোষ্ঠীর আমির আলী ও তার লোকজন সিএনজি চুরি করেছে। এ বিষয়টি আমির আলী অস্বীকার করেন এবং প্রতিবাদ করেন। এর পরিপ্রেক্ষিতে শাহারুল ও আমির আলীর মধ্যে গতকাল সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। পরে, এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার (৭  এপ্রিল) রাতে প্রথম দফায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরকে হামলা করে। এরপর আজ সকালে আবারও একই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সরাইল থানার উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

Link copied!