• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

পাবনায় উদ্‌যাপিত হচ্ছে বড়দিন


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০১:১৯ পিএম
পাবনায় উদ্‌যাপিত হচ্ছে বড়দিন

উৎসবমুখর পরিবেশে পাবনায় উদ্‌যাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় পাবনা ব্যাপ্টিস্ট চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ উপাসনা। উপাসনা পরিচালনা করেন ধর্মযাজক ফাদার ইসাহাক সরকার।

উপাসনা শেষে কীর্তন অনুষ্ঠিত হয়। পরে একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন সবাই।

এরপর চার্চ চত্বরে অনুষ্ঠিত হয় বড়দিনের কেক কাটা পর্ব। এ সময় ধর্মযাজকসহ চার্চ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজে অংশ নেন খ্রিষ্টধর্মাবলম্বীরা।

তাদের প্রত্যাশা, প্রভু যিশুখ্রিষ্ট পৃথিবীতে শান্তির যে বারতা নিয়ে এসেছিলেন সেটি সবার মাঝে বিরাজ করুক। হানাহানি, বিদ্বেষ ও বিভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকুক সবাই। দেশ ও মানুষের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয় প্রার্থনায়। বড়দিন উদ্‌যাপন ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন রয়েছে।

Link copied!