• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ১০ জ্বিলহজ্জ ১৪৪৫

ইজিবাইকের চাপায় শিশু নিহত


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০২:৩৬ পিএম
ইজিবাইকের চাপায় শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় ইজিবাইক চাপায় মরিয়ম আক্তার সারা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় রাজাপুর-কাঠালিয়া সড়কের আংগারিয়া খান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশু মরিয়ম বাগেরহাটের বাসিন্দা সৌদি প্রবাসী ইস্রাফিল খানের মেয়ে । সে নানা বাড়ি আংগারিয়া গ্রামে মায়ের সাথে বসবাস করতো। মরিয়ম দক্ষিণ আংগারিয়া দারুল হুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেনির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মাহফিলে যাবার জন্য রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পলাতক চালক ও ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Link copied!