• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

গলায় জ্যান্ত মাছ আটকে শিশুর মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৬:৩০ পিএম
গলায় জ্যান্ত মাছ আটকে শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খেলতে গিয়ে গলায় জ্যান্ত বাইন মাছ ঢুকে গোলাম রসূল (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম রসূল ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

গোলাম রসূলের মা আশুরা বিবি বলেন, “আমার ছেলে ও মেয়ে দুজনই বাক্‌প্রতিবন্ধী। সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। এ সময় সে বাইন মাছ নিয়ে খেলা করছিল। একপর্যায়ে হঠাৎ তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখি মুখের ভেতর বাইন মাছ ঢুকে গেছে। অনেক চেষ্টা করেও বের করা সম্ভব হয়নি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর জাহান বলেন, “পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে এসে জানায় তার গলায় মাছ ঢুকে গেছে। তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নিশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।”

Link copied!