কুড়িগ্রামের চিলমারীতে ডোবার পানিতে পড়ে মো. আলামিন (৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
সোমবার(২১ আগস্ট) দুপুরে উপজেলার ডেমনারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারেছুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আলামিন একই এলাকার বকুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে অলামিনের বাবা বকুল মিয়া বাড়ির পাশে মাছ ধরতে যান। পরে আলামিন তার বাবার কাছে যাওয়ার সময় বাড়ির পাশের ডোবার পানিতে পা পিছলে পড়ে যায়। তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে তার দাদি খোঁজাখুজি শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ডোবার পানিতে আলামিনকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মো.মেহেদী বলেন, “সবার অজান্তেই আলামিন ডোবার পানিতে পড়ে ডুবে যায়। এছাড়া তার এক হাত ভাঙা ছিল।”