• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

বিএনপি-জামায়াতের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০৮:১২ এএম
বিএনপি-জামায়াতের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি ও জামায়াতের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

রোববার (১৭ ডিসেম্বর) রায়পুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। উপজেলার বামনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম (৪২) বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাতের প্রথম প্রহরে বামনী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও হামলা চালায় মুখোশপরা অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলা হয়। পরে বিক্ষোভ মিছিল করে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকরা।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্জন দাশ ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে রয়েছে পুলিশ।  

মামলার আসামিরা হলেন বিএনপি নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া (৩২), হিমেল খাঁন হিমু (৩৭), সফিকুর রহমান ভূঁইয়া (৫০), সফিকুল আলম আলমাস (৪৫), শাহরিয়ার ফয়সাল (২২), ওসমান (৩২), ফাহিম (২০), রফিকুল হায়দার শান্ত (২৪), জুয়েল (২২) ও জামায়াত নেতা ইউসুফ পাটওয়ারী (৪০) এবং অজ্ঞাত ১৪০ থেকে ১৪৫ জন।

Link copied!