• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র বাধা, শো-রুম উদ্বোধনে যেতে পারলেন না মেহজাবীন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:২৫ পিএম
‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র বাধা, শো-রুম উদ্বোধনে যেতে পারলেন না মেহজাবীন
মেহজাবিন চৌধুরী। ফাইল ফটো

চট্টগ্রামে ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেই চট্টগ্রামে এসেছিলেন তিনি। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই শো-রুমটি উদ্বোধন করতে যাননি ছোটপর্দার এই অভিনেত্রী।

ঘটনা প্রসঙ্গে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, “ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। এখন আর কিছু বলতে পারছি না।’

কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী— এমন প্রশ্নের জবাবে ম্যানেজার বলেন, “সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।”

ওই শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দেন মেহজাবীন চৌধুরী। ওই বার্তায় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানান তিনি।

অভিনেত্রীর এই ঘোষণা আসার পর থেকে শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।

সেই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
তথ্য সূত্র : ঢাকা পোস্ট।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!