• ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ জ্বিলকদ ১৪৪৬

ব্যস্ততা বেড়েছে আমতলীর কামারপট্টিতে


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৭:৩১ পিএম
ব্যস্ততা বেড়েছে আমতলীর কামারপট্টিতে

ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলী উপজেলার কামাররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারপল্লীতে চলছে দা, ছুরি, চাপাতি তৈরি ও শান দেওয়ার কাজ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চারদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে মুখরিত পরিবেশ। কেউ গলিত লাল লোহার খণ্ডে ভারি হাতুড়ি মারছেন, কেউ ছুরি-বঁটি-চাপাতি শান দিচ্ছেন, আবার কেউ কয়লার আগুনে ফুঁ দিয়ে তাপ বাড়াচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন কামারপট্টিতে। কেউ পুরোনো দা-ছুরি শান দিতে এনেছেন, কেউ আবার নতুন কিনছেন। 

স্থানীয় কামার মানিক কর্মকার বলেন, “ঈদের প্রায় ১০-১২ দিন আগে থেকেই কাজের চাপ বেড়ে যায়। এখন প্রতিদিন প্রায় ২০-২৫টি দা বা ছুরি শান দিতে হচ্ছে।”
দামের বিষয়ে তিনি বলেন, “এ বছর লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় দা-ছুরির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাধারণ দা বিক্রি হচ্ছে ২৫০–৩০০ টাকা, ছুরি ১০০–১৫০ টাকায়, আর চাপাতি ৪০০–৫০০ টাকায়।”

তপন কর্মকার বলেন, “গরম, ধোঁয়া আর ঘাম—সবকিছু সহ্য করে কাজ করছি। কারণ ঈদের মৌসুমই আমাদের সবচেয়ে বড় উপার্জনের সময়।”

স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসেন বলেন, “এই সময়টায় কামারপট্টির ওপরই নির্ভর করতে হয়। ভালো ধার থাকলে কোরবানির কাজও সহজ হয়।”

চুনাখালী বাজারে দা-ছুরি কিনতে এসেছেন লাল মিয়া গাজী। তিনি বলেন, “ঈদের নামাজ শেষে আমরা নিজেরাই পশু জবাই করি। তাই দা-ছুরি কিনতে এসেছি। তবে এ বছর গত বছরের তুলনায় দাম অনেক বেশি।”

Link copied!