বরিশালের গৌরনদীতে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সোয়া ১২টার উপজেলার কটকস্থল এলাহি রেস্টুরেন্ট সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রিন লাইন পরিবহনের বাসটি এলাহি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিকট শব্দের পর পেছনে আগুন লেগে যায়। গাড়ির কর্মীরা দ্রুত দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানিয়েছেন গাড়িটির এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পেছনে ইঞ্জিনের অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক আছে।