পাবনায় আর্জেন্টিনার সমর্থকদের ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানানোর রেশ কাটতে না কাটতেই ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ব্রাজিলের সমর্থকরা।
পাবনা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল হেমায়েতপুর ইউনিয়নের চরশিবরামপুর গ্রামে দি মোয়াজ ক্লাবের ব্রাজিল সমর্থক যুব সমাজের উদ্যোগে বানানো হয়েছে এ পতাকা। নেইমার ও ব্রাজিলকে ভালোবেসে তারা বানিয়েছেন ১২০০ ফুট দীর্ঘ পতাকা।
শুক্রবার ও শনিবার গ্রামের সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করেন সমর্থকরা। সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের স্লোগান। পরে র্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে টাঙিয়ে দেন পতাকাটি।
ব্রাজিলের সমর্থক দি মোয়াজ ক্লাবের সভাপতি মামুন অর রশিদ, সদস্য শাওন, মনির, মিঠুন, আশিক, আছের, লিমন বলেন, প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমারকে ভালোবেসে তারা এই পতাকা বানিয়েছেন। তাদের আশা, এবারের বিশ্বকাপ ট্রফি উঠবে নেইমারের হাতে।
তাদের এই উদ্যোগ ও ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। ব্রাজিলের সমর্থকদের শুভ কামনা জানিয়েছে আর্জেন্টিনার সমর্থকরাও। একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি নিজে আর্জেন্টিনা দলের সমর্থক। কিন্তু গ্রামের যুবকরা ব্রাজিলকে ভালোবেসে যে কাজ করছে, তা সত্যি প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানাই।”
এর আগে জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে আলোচনায় আসেন।






































