• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৩:৪৭ পিএম
নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের চেলোপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, “নিহতের বয়স ২৫ থেকে ৩০ বছর। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে যুবকের মৃত্যু হয়েছে।”

খোরশেদ আলম আরও বলেন, “নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই ও সিআইডির টিম কাজ করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।” 

Link copied!