• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

সরিষাবাড়ীতে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৯:৫৬ পিএম
সরিষাবাড়ীতে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪
সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা আবদুর রশিদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছেন।

জানা যায়, সরিষারবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদের সমর্থক মিঠুর সঙ্গে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সমর্থক লুৎফর রহমানের  সঙ্গে দলীয় প্রতীক নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৪ জন আহত হন।

আহতরা হলেন মিঠু, লুৎফর রহমান, ফারুক হোসেন ও সাবেক কমিশনার বেলাল হোসেন।

স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ বলেন, “নৌকার সমর্থকরা আমার কর্মী মিঠুর ওপর হামলা চালান। এছাড়াও ফারুক হোসেনকে মারধর করা হয়েছে।”

নৌকার প্রার্থী মাহবুবুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে কমিশনার বেলালের ওপর আক্রমণ চালিয়েছেন। তাদের হামলায় কমিশনার বেলাল ও লুৎফর আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, “দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়ে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।”

Link copied!