• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০২:৪৩ পিএম
সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেছেন সাতক্ষীরা আদালত।

রোববার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে হাজির করা হয়। এ সময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক জিয়ারুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের ২৫ মে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি করেন। মামলায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আমলী আদালত-১ মামলা করা হয়। মামলাটি আদালত সাতক্ষীরা সদর থানার এফ.আই.আর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটি রেকর্ড হয়। অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করা হয়। আজ (২৩ জুলাই) শুনানি শেষে তার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এর আগে ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

Link copied!