• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইঁদুর মারার বিষপানে বিএনপি নেতার মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৮:৫৩ এএম
ইঁদুর মারার বিষপানে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষপানে আবদুল ওয়াদুদ সবুজ (৫৩) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।  

সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সবুজ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডেল মৃত মোস্তফার ছেলে। তিনি পৌর বিএনপির সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সবুজ রোববার ৯ জুলাই রাতে পরিবারের সদস্যদের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন। পরদিন সোমবার বেলা পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই আবদুল মতিন লিটন বলেন, “কেউ যদি বলে ভাইয়া বিষপান করেছে, আমার বিশ্বাস হয়না। তিনি কেন বিষপান করবেন।”  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার ডা. আবু নাছের বলেন, “সবুজকে গুরুত্বর অবস্থায় তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তিনি নিজেই আমাকে জানিয়েছেন রোববার রাতে তিনি ইঁদুর মারার বিষপান করেছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”  

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, “এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”   

Link copied!