• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

ফেনীতে মশাল মিছিল শেষে বিএনপি নেতা গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৯:৩৩ পিএম
ফেনীতে মশাল মিছিল শেষে বিএনপি নেতা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিল শেষে বাড়ি ফেরার সময় পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নেতাকর্মীরা জানান, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা রোববার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) অবরোধের সমর্থনে রাতে আকবর হোসেনের নেতৃত্বে স্থানীয় উপজেলা শহরে একটি মশাল মিছিল বের করা হয়।

মিছিলে জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সবুজ, সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে ফেরার পথে আকবর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আকবর হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Link copied!