বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেছেন, “করোনা মহামারির সময় দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা মূল্যে ভ্যাকসিন দিয়েছেন। যারা বিএনপি সমর্থন করেন তারাও এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। এসব ভ্যাকসিনের মূল্য প্রায় আড়াই থেকে ৩ হাজার টাকা।”
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (শীতবস্ত্র) বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে এসব উপহার তুলে দেন জাতীয় সংসদের হুইপ।
ইকবালুর রহিম বলেন, “বাংলাদেশ যখন বন্যায় প্লাবিত হয় তখনো শেখ হাসিনা এগিয়ে এসেছেন। কিন্তু বিএনপির একটি নেতাও আসেননি। দেশের টাকা আত্মসাৎ করে তারেক জিয়া বিদেশে বসে তার কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তিনি যে আধুনিকতার সেবা নিচ্ছেন। তার ব্যবস্থাও আওমী লীগ সরকার করে দিয়েছেন। আওয়ামী লীগ সরকার দল-মত নির্বিশেষে সবার জন্যই ভাবেন।”
বর্তমান সরকারের প্রসংসা করে ইকবালুর রহিম বলেন, “শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের মানুষের জন্য ১১৭ রকমের ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। যাতে অসহায় ও দরিদ্র মানুষ শান্তিতে বসবাস করতে পারে। যখন খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় ছিলেন দেশে তখন দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। দেশের উন্নয়ন এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোৎস্না, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার প্রমুখ।
এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।