• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সম্পত্তি লিখে দেওয়ার পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৩, ১১:৩০ এএম
সম্পত্তি লিখে দেওয়ার পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

রাজশাহী নগরীতে আমিরুল ইসলাম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) রাতে মহানগরীর মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি দুই কোটি টাকা মূল্যের একটি জমি আমিরুল তার ছেলে ও স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। এরপর আমিরুল ওই জমিটি তাদের কাছে ফেরত চান। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে আমিরুল আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুটি অনেকের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

এ ব্যাপারে আমিরুলের ছেলে ফিরোজ আহমেদ বকুল বলেন, “আমার বাবাকে নিয়ে একসঙ্গে মসজিদে জোহরের নামাজ পড়েছি। এর পরে একসঙ্গে খেয়েছি। খাওয়ার পরে বাবা তার ঘরে ঘুমাতে যান। আমাদের পরিবারে কোনো অশান্তি ছিল না। তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন সেটি বলতে পারছি না।”

ওসি জানান, বিজিবি সদস্য আমিরুলের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Link copied!