• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বন্যহাতির আক্রমণ রোধে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৭:৩৫ পিএম
বন্যহাতির আক্রমণ রোধে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জামালপুরে বন্যহাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষায় জামালপুরসহ তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডাররা বন্যহাতির আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয় বলে জানান শামছুল হক। 

Link copied!