• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ফরিদপুরে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৩:৩২ পিএম
ফরিদপুরে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

পবিত্র মাহে রমজানে স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে ফরিদপুরে আওয়ামী লীগের উদ্যোগে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম হক বলেন, “‍‍`সাধারণ মানুষ যাতে ৫০০ টাকার মধ্যে  গরুর মাংস কিনতে পারেন এজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রমজান মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, আওয়ামী লীগ নেতা কে এম নাহিদুল হকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমী আয়োজনে খুশি স্থানীয়রা। প্রথম দিনে ভ্রাম্যমাণ এই দোকান থেকে অনেক ক্রেতা মাংস কিনেছেন। তারা মাত্র ৫০০ টাকা কেজি দরে মাংস কিনতে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Link copied!