• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

পাখা-বাতি মেরামতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ১০:৪৪ এএম
পাখা-বাতি মেরামতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়িতে বৈদ্যুতিক পাখা-বাতি মেরামত করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ পিয়াস (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

এর আগে, শনিবার (২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

পিয়াস উপজেলার চরহাজারী ইউনিয়নের মোহাম্মদ সিদ্দিকের ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, ২৩ জুলাই ভুক্তভোগীর স্বামী পিয়াসকে বৈদ্যুতিক পাখা ও বাতি মেরামতের জন্য বাড়িতে পাঠান। এ সময় ঘরে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন পিয়াস। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পিয়াস পালিয়ে যান। এ বিষয়ে শনিবার মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

এ বিষয়ে ওসি মো. সাদেকুর রহমান বলেন, “শনিবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হবে।” 

Link copied!