• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

পাউবোর ঠিকাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৬:১২ পিএম
পাউবোর ঠিকাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা
জেলার মানচিত্র

সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসানকে (৩২) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ি সংলগ্ন পাউবো বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঠিকাদারি কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথে দুর্বৃত্তরা নাজমুল হাসানের গতিরোধ করে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।

Link copied!