• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৬


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৫:০৮ পিএম
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৬

মাদারীপুরের রাজৈর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চত করেছেন।

এর আগে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে রাজৈর থানার টেকেরহাট বন্দর থেকে কাজল ভুইয়া নামের এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে মারধর করা হয়। এরপর তার স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই রাতেই রাজৈর থানায় মামলা করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, অপহরণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, আলাউল হাসানসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!